বিদ্যালয় সম্পর্কে

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলাধীন রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল গ্রাম ৭নং ব্লকে “খিয়ার পাড়া উচ্চ বিদ্যালয়” টি অবস্থিত। প্রকৃতস্থান: বদরগঞ্জ উপজেলা গেট তথা সিও বাজার হতে মধ্যপাড়া (কঠিন শিলা) রাস্থায় রেলগেট, (১) পার না হয়ে হাতের ডানে খয়ের পুকুর হাট রাস্থায় রেলগেট,(২) পার হয়ে সামনে ঘাটাবিল বটতলী বাজার হতে এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
বিদ্যালয়টি এক মার্চ ১৯৯৪ ইং সলে স্থাপনের মধ্যদিয়ে ০১/০১/১৯৯৫ ইং সনে নিম্ন-মাধ্যমিক এবং ০১/০১/২০০০ ইং সনে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে মঞ্জুরী লাভ করে।মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা সহ কৃষি শিক্ষা, কম্পিউটার ইত্যাদি বিষয় পাঠদান করা হয়। লাইব্রেরীয়ান সহ মোট শিক্ষক সংখ্যা ১৪ জন ও ৩য়শ্রেনী অফিস সহকারি ০১ জন, কম্পিউটার ল্যাব অপারেটর ০১ জন এবং নিরাপত্তাকর্মী, অফিস সহায়ক , পরিছন্নতাকর্মী, আয়া, নৈশ্যপ্রহরী মোট ০৫ জন ৪র্থ শ্রেনীর কর্মচারী আছে।
বিদ্যালয়ে ০১ টি তিন(০৩)তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ০৬ কক্ষ বিশিষ্ট ০১ টি সেমি পাকা ভবন, এককক্ষ বিশিষ্ট ০১ টি হলরুম এবং ০১ টি মসজিদ আছে । এ ছাডাও ছোট পরিসরে খেলার মাঠ , লাইব্রেরী , বিজ্ঞানাগার , মাল্টিমিডিয়া ক্লাশরুম (সংখ্যায় ০২ টি), বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব, মেয়ে শিক্ষার্থীদের জন্য কমন ও রেস্টরুম, একটি ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং পর্যাপ্ত স্যানিটেসনের ব্যবস্থা আছে।
